হাসপাতাল থেকে হাসপাতালে ক্যাসিনো সম্রাট
ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে কারাগার হাসপাতালে ফেরত আনা হয়েছে ।
বুধবার (৭ অক্টোবর) বুধবার রাত ১২টার দিকে তাকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাসপাতালে ফেরত আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেলা সুপার সুভাষ কুমার দাশ বলেন, ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হওয়া সম্রাটকে বিএসএমএমইউ থেকে কারাগারের হাসপাতালে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক আসেন। এ সময় তিনি সম্রাটের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
গত বছরের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে র্যাব। পরে কারাগারে আসার একদিন পর সম্রাটকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে সপ্তাহ খানেক থাকার পর সমালোচনার মুখে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।
পরে গত বছরের ২৪ নভেম্বর কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের চিকিৎসক ‘বুকে ব্যথা’ জানিয়ে সম্রাটকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়। সম্রাটের চিকিৎসা শেষে কারাগাতে ফেরত পাঠাতে কয়েক দফায় বিএসএমএমইউকে চিঠি দেয় কারা কর্তৃপক্ষ।