শুধু বেগমগঞ্জেই নয়, সারাদেশেই আজ ক্ষমতাসীনদের ছত্রছায়ায় নারীরা নির্যাতিত হচ্ছে: বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘বেগমগঞ্জে নারী নির্যাতনকারী ধর্ষক ও তার প্রশ্রয়দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে যেন ধর্ষক বা তার প্রশ্রয়দাতারা বেরিয়ে যেতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শুধু বেগমগঞ্জেই নয়, সারাদেশেই আজ ক্ষমতাসীনদের ছত্রছায়ায় নারীরা নির্যাতিত হচ্ছে। সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
গতকাল বুধবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহানী বাজারে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মানবন্ধনে অংশ নিয়ে সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।
বুলু আরও বলেন, দেশে আজ চরম নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। জনগণের জবাবদিহিমূলক সরকার না থাকায় এই অবস্থা।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজ হক আবেদ, মফিজুর রহমান দীপু, জহির উদ্দিন হারুন, মহসীন, মোরশেদুল আমিন ফয়সাল ও পারভীন আক্তার প্রমুখ।