ধর্ষণের প্রত্যেক ঘটনার সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের দুর্বৃত্তরা জড়িত: নুর

0

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ধর্ষণবিরোধী প্রতিবাদকে গণআন্দোলন এবং সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর পৌনে ১টায় রাজধানীর শাহবাগে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতার ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘প্রত্যেক ঘটনার সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের দুর্বৃত্তরা জড়িত। এ সরকার ক্ষমতায় থাকার জন্য সুস্থ ধারার রাজনীতির পরিবেশ ধ্বংস করে বাংলাদেশকে একটি দুর্বৃত্তের রাজ্যে পরিণত করেছে। আজ বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে জনতার ন্যায়বিচার পাওয়ার অধিকার ধ্বংস করে দেওয়া হয়েছে। এ কারণে আজ বিভিন্ন জায়গায় খুন, ধর্ষণ, গুম হচ্ছে। এসবের বিচার হয় না। এসবের প্রতিবাদ করতে গেলে সরকারি দলের বাহিনী আক্রমণ করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি প্রয়োজনে আইন সংশোধন করে দ্রুত বিচার আইনে ধর্ষণের বিচার করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আজ আমাদের এ ধর্ষণবিরোধী আন্দোলন যদি থেমে যায়, তাহলে আমাদের ওপর নানা রকম হুমকি ও হামলা আসবে। যারা যে জায়গা থেকেই এ আন্দোলন করছেন, এ আন্দোলনকে একটি সামাজিক এবং গণআন্দোলনের রূপ দিতে হবে। ’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com