বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের ৩ জনের মৃত্যু
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কাকচিড়া ইউনিয়নের খাশতবক গ্রামে এ ঘটনা ঘটে বলে পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান।
নিহতরা হলেন- ওই গ্রামের আমজেদ আলী খায়ের স্ত্রী হামিদা বেগম (৫০), তার ছেলে রাসেল (২৫) ও হামিদার দেবর দেলোয়ার হোসেন খান (৪৫)।
ওসি বলেন, দেলোয়ার বাড়ির একটি সুপারি গাছ কাটার পরে সেটি পল্লী বিদ্যুতের তারের উপর পড়ে। তাতে তার ছিঁড়ে দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় তাকে বাঁচাতে গিয়ে হামিদা বেগম ও তার ছেলে রাসেলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বলে জানান ওসি।