খালেদা জিয়া-তারেক রহমানকে নিয়ে ‘বক্তব্যে বিতর্ক’, সাফ জবাব শাহ মোয়াজ্জেমের

0

বুধবার (৭ অক্টোবর) বিকেলে শাহ মোয়াজ্জেমের ব্যক্তিগত সহকারী এইচ এম সাইফ আলী খান স্বাক্ষরিত গণমাধ্যমে একটি প্রতিবাদলিপি দেয়া হয়। 

সেখানে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘সম্প্রতি একটি টিভি চ্যানেল ও দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়। ভিডিওতে প্রদর্শিত ও তার ভিত্তিতে পত্রিকায় প্রকাশিত বক্তব্যটি বিকৃতভাবে প্রচার করা হয়, যা কোনোভাবেই কাম্য নয়। বরং স্বচ্ছ সাংবাদিকতার পরিপন্থিও বটে। আমার প্রকৃত বক্তব্যকে আড়াল করে খণ্ডিত বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে দল ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করাই শুধু নয়, আমার সুদীর্ঘ রাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস মাত্র।’

প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় দেশনেত্রী এবং দলের চেয়ারপারসন। আমি তাঁর মুক্তি কামনা করি এবং মুক্ত হয়ে তার পছন্দ মতো হাসপাতালে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেবেন, এটাই আমার কাম্য।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com