আওয়ামী শাসনামলে দেশের মানুষ আজ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে: সেলিমা রহমান

0

বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান বলেছেন, সারা দেশে যেভাবে নারী ও শিশু নির্যাতনের সহিংসতা বেড়েছে তা নজিরবিহীন। দেশের মানুষ আজ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। সবাইকে এক হয়ে নিপীড়ক- দুষ্কৃতকারীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সেলিমা রহমান তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিগুলো হচ্ছে- ৮ অক্টোবর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মসূচি, ১০ অক্টোবর সারা দেশে জেলায় জেলায় মানববন্ধন ও ১১ অক্টোবর ঢাকাসহ সারা দেশে জেলা আদালত প্রাঙ্গণে সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com