‘নোয়াখালীর বর্বরোচিত নির্যাতন জাতির বিবেককে স্তম্ভিত করেছে’

0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম বলেছেন, এমসি কলেজ হোস্টেলে গৃহবধূ ও সিলেটে ১৩ বছরের কিশোরী নিগ্রহের ঘটনার দাগ শুকাতে না শুকাতেই নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত কায়দায় নির্যাতনের ঘটনা জাতির বিবেককে স্তম্ভিত করেছে। এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষাও জাতি হারিয়ে ফেলেছে। তিনি নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জোর দাবি করেন।

তিনি আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণ, নির্যাতনসহ সারা দেশে নারী ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি মিরপুর-১ আল আরাফা ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন ও ডা. ফখরুদ্দীন মানিক, শ্রমিক কল্যাণের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি এইচ এম আতিকুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য মু. আতাউর রহমান সরকার, এ্যাডভোকেট ইব্রাহিম খলিল, এ্যাডভোকেট জিল্লুর রহমান, নাসির উদ্দীন ও আব্দুল হান্নান, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সভাপতি মাসুদুর রহমান ও মহানগরী পশ্চিমের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

তিনি বলেন, দেশে যে নারী নির্যাতনের ঘটনা এখন ভয়াবহ রূপ নিয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৯৭৫ জন নারী। বর্তমান সরকার নিজেদেরকে নারী বান্ধব হিসেবে দাবি করলেও এই সরকারের আমলেই নারী নির্যাতনের ঘটনা বেশি ঘটেছে। আর ছাত্রলীগ তো নারীর সম্ভ্রমহানিকে রীতিমত শিল্পে পরিণত করে ফেলেছে। তাই এদের হাত থেকে নারীর সম্ভ্রম এবং দেশ ও জাতিকে রক্ষা করতে হলে জুলুমবাজ সরকারের পতনের কোনো বিকল্প নেই। তিনি ব্যর্থ সরকারের পতনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com