গয়েশ্বরকে আহ্বায়ক করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি
জাতীয় সংসদের ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করেছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আহ্বায়ক ও ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহানকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মহানগর নেতা কাজী আবুল বাশার, অর্পণা রায় দাস, নবী উল্লাহ নবী ও প্রকৌশলী ইশরাক হোসেন।