বিশ্ববাসীর কাছে বাংলাদেশ আজ নারী-শিশু ধর্ষণের রাষ্ট্রে পরিচিতি পেয়েছে: হাফিজ

0

বিশ্ববাসীর কাছে বাংলাদেশ এখন নারী ও শিশু ধর্ষণের রাষ্ট্র হিসেবে পরিচিত পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহ‌মেদ বীরবিক্রম।

রবিবার (৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হক হলে কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল মোহাম্মদ ইব্রাহিমের জন্মবার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মেজর হাফিজ বলেন, ‘এখন পত্রিকা খুলবেন এবং দেখতে পারবেন ধর্ষণের পর ধর্ষণ। এটি চালিয়ে যাচ্ছে সোনার ছেলেরা (ছাত্রলীগ)। দেশের প্রতিটি অঞ্চলে এরা ধর্ষণসহ নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে।’

কেয়ামত পর্যন্ত কি তাদের (ভারতের) ঋণ শোধ করতে হবে- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘৭১’র সময় প্রতিবেশী দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ এবং ঋণী। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে মনে হয় কিয়ামত পর্যন্ত দিলেও তাদের সে ঋণ শোধ হবে না। দেশের প্রবৃদ্ধির পথে প্রতিবেশী রাষ্ট্র এখন যেন বাধা হয়ে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘রাজনীতিতে এখন মেধাবীদের স্থান নেই, সেহেতু দুই নম্বর লোকের সমাবেশ হয়েছে। বাংলাদেশের রাজনীতিকে আজকে একটি মরুভূমির সঙ্গে তুলনা করা যায়। বাংলাদেশ যেন একটি মরুভূমিতে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘৭১ সালে যুবক তরুণরা মাথা উঁচু করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমরা আশা রাখি সেই যুবকরাই আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে। এই আধিপত্যবাদের অবসান ঘটাবে। যে লক্ষটি সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করেছি, ইনশাআল্লাহ একদিন সে স্বপ্ন পূরণ হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com