ঢাবি সিন্ডিকেট দলদাস হয়ে কাজ করছে: শওকত মাহমুদ

0

ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সিন্ডিকেট দলদাস হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। তিনি বলেছেন, এ বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে যারা চাকরিচ্যুত করেছে তাদেরও একটা সময় চাকরিচ্যুত করতে হবে।

গতকাল শুক্রবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদী সমাবেশে শওকত মাহমুদ এ কথা বলেন।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের অবৈধ অব্যাহতির প্রতিবাদ এবং চলমান খুন-ধর্ষণের পৃষ্ঠপোষকদের বিচারের দাবিতে’ স্বাধীনতা ফোরামের উদ্যোগে এই ‘প্রতিবাদী যুব সমাবেশ’ হয়।

শওকত মাহমুদ বলেন, ভিন্নমতের কারণে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকুরিচ্যুত করা হয়েছে। তিনি পত্রিকায় কলামে সত্য কথা লিখে মতপ্রকাশ করেছেন। আজ তাকে যারা চাকরিচ্যুত করেছে, তাদেরও একটা সময় চাকরিচ্যুত করতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঢাবি সিন্ডিকেট দলদাস হয়ে কাজ করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সরকারের হাতে দেশ নিরাপদ নয় মন্তব্য করে তিনি বলেন, এই সরকারকে আর বেশি সময় দেয়া যাবে না। আসুন সংগ্রাম করে তাদের সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি, যার নেতৃত্ব দেবেন (বিএনপি চেয়ারপারসন) দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com