চীনের ৭১তম জাতীয় দিবসে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি
চীনের ৭১তম জাতীয় দিবসে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা আলমগীর।
শুক্রবার রাতে নিজের টুইটার একাউন্ট থেকে এই শুভেচ্ছা বার্তা জানান।
বার্তায় মির্জা ফখরুল বলেন, ৭১তম জাতীয় দিবসে চীনের সরকার ও জনগণকে শুভেচ্ছা। দারিদ্র বিমোচন ও সমৃদ্ধ সমাজ নির্মাণে চীন রোলমডেল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ-চীন অকৃত্রিম বন্ধন বুনেছিলেন। দেশটির সঙ্গে বন্ধুত্ব ও কৌশলগত সম্পর্ককে বিএনপি গুরুত্ব দেয়। দুই দেশের সমৃদ্ধিতে এই সম্পর্ক অটুট থাকুক।