নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: সালাহউদ্দিন আহমেদ

0

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন ঢাকা-৫ উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনের জন্য একটা সুষ্ট পরিবেশ দরকার যা আমরা পাচ্ছি না। আজকে আওয়ামী সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার জন্য আমাদের উপর মারপিট ও সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তাদের সন্ত্রাসী বাহিনী ছাড়া আর কিছু নাই। জনগণ আমাদের সাথে আছে, ধানের শীষের সাথে আছে এবং খালেদা জিয়া, তারেক রহমানের সাথে আছে।

শুক্রবার দুপুরে নির্বাচনী গণসংযোগ চলাকালে এক পথসভায় তিনি এ কথা বলেন। এর আগে শুক্রবার বেলা ১১টায় দোলাইরপাড় ঢাল থেকে গণসংযোগ শুরু করে ৫০নং ওয়ার্ডের বটতলা হয়ে, দক্ষিণ যাত্রাবাড়ীর শেখপাড়া, নবীনগর, নতুন রাস্তা, শহীদ ফারুক সড়ক, ওয়াসা রোড, উত্তর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল গেইটে এসে গণসংযোগ শেষ হয়।

তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র রক্ষা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্যই নির্বাচনে অংশ নিয়েছি।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নাই, এই সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। যদি সুষ্ঠুভোট হয় তবে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন নান্টু, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ কয়েকশ নেতাকর্মী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com