আওয়ামী লীগ সরকার `উদাসীন’, সরকার: সেলিমা রহমান

0

বর্তমান আওয়ামী লীগ সরকারকে `উদাসীন’, সরকার আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘একটা দেশের জনগণের স্বাস্থ্য, শিক্ষা, বিদেশে কর্মসংস্থানসহ সবকিছুই সরকারকে দেখভাল করতে হয়। কিন্তু এই সরকার উদাসীন। তারা এসব সমাধান না করে শুধু ক্ষমতায় থাকতে চায়। মানে এক দেশের এক নেতা হয়ে থাকতে চায়।’

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ আয়োজিত ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ও সামাজিক নিরাপত্তা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘বাংলাদেশে আগে ২ কোটি বেকার ছিলো। এখন আরও ২ কোটি বেকার হয়েছে। অথচ সরকারের কোনো চিন্তা ভাবনা নাই। করোনাকালীন এ সময়ে চিকিৎসার অভাবে অসহায় মানুষ রাস্তাঘাটে ঘুরে বেরিয়েছে, মানুষ মারা গেলে তাদের লাশ কেউ দাফন করছে না। এছাড়া দেশে কোনো চাকরি নেই। যার কারণে মানুষ শহর ছেড়ে গ্রামে যাচ্ছে। এসব কিছুর জন্য একমাত্র সরকারের উদাসীনতাই দায়ী। এছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ায় প্রতিদিন হাজার হাজার শ্রমিক বিক্ষোভ করলেও এখন পর্যন্ত তাদের ভিসার মেয়াদ পুনরায় নিবন্ধন করা ‌হয় নাই। এগুলোর দায়ভার সরকারকেই নিতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের এখন আর বসে থাকার সময় নাই। এখন ঘুরে দাঁড়াবার সময়। বেগম জিয়াকে কারাগার থেকে মুক্ত করার দায়িত্ব আমাদের উপরে। সেজন্য কারও নির্দেশনার অপেক্ষায় না থেকে সৈনিক হয়ে আমাদের নিজেদের আন্দোলন শুরু করতে হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com