ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে আগের দুজনকেই বহাল রাখল সরকার

0

ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে আগের দুজনকেই বহাল রাখল সরকার। এতে ঢাকা ওয়াসার শীর্ষ পদে টানা ষষ্ঠবারের মতো প্রকৌশলী তাকসিম এ খান এবং চট্টগ্রাম ওয়াসায় সপ্তমবারের মতো নিয়োগ পেলেন এ কে এম ফজলুল্লাহ।

বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাঈদ–উর–রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি মেয়াদ শেষ হওয়ার পর দুজনই আরও তিন বছর দায়িত্ব পালন করবেন।বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) আইনের ২৮ (২) নম্বর ধারা অনুযায়ী তাঁদের নিয়োগ বা পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। এই আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের প্রস্তাব অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয় সরকার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com