ঐতিহাসিক বাবরি মসজিদ ধংসের রায়ে জামায়াতে আমীরের বিস্ময় প্রকাশ
১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ধংসের ঘটনার রায়ে আসামিদের খালাস দেয়ায় বিস্ময় প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতের অযোধ্যায় ৫০০ বছরের পুরানো ঐতিহাসিক বাবরি মসজিদটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় তখন গণতান্ত্রিক বিশ্বের শান্তিকামী জনতা ও মুসলিম বিশ্বের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছিল।
দীর্ঘ ৩০ বছর পর বাবরি মসজিদ ভাঙার ঘটনার সাথে জড়িত আসামিদের ভারতীয় একটি বিশেষ আদালত খালাস প্রদান করেছেন। বিশেষ আদালতের বিচারক তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন মসজিদ ভাঙার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ১৯৯২ সালে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার দৃশ্য সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে। তারপরও প্রমাণ না পাওয়ার কথা বিশ্ববাসীকে হতবাক করেছে। মূলত এ রায়ের মাধ্যমে উগ্র সাম্প্রদায়িকতাকেই স্বীকৃতি দেয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি