যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসী আর আইনশৃঙ্খলা বাহিনীর ওপর দাঁড়িয়ে আ.লীগ সরকার: বিএনপি

0

বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বর্তমান সরকার দাঁড়িয়ে রয়েছে দুই ঠ্যাংয়ের (পা) ওপরে। দুই ঠ্যাংয়ের ওপরে নির্ভর সরকার।’

তিনি বলেন, ‘সেই দুই ঠ্যাংয়ের একটা হচ্ছে যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসী, আরেকটি হচ্ছে তাদের সাজানো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই দুই পায়ের ওপরে সরকার দাঁড়িয়ে।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের ‘ব্যঙ্গ করে’ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট কাহিনিনির্ভর কুরুচিপূর্ণ নাটক (সম্প্রতি প্রচারিত মান্নান হীরার ‘ইনডেমনিটি’ নাটক) প্রচারের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় রিজভী বলেন, ‘আজকে ক্ষমতার লোভে, হালুয়া-রুটির লোভে, কয়েকজন তথাকথিত সাংস্কৃতিক ব্যক্তিরা যাদের কোনো লেখা নাটক, কবিতা অথবা গান মানুষ কোনদিন শুনেছে কিনা জানি না, তারা একটা নাটক লিখেছে ‘ইনডেমনিটি’ নামে। একটা চটি, বস্তা পচা নাটক এটা, সেটা কি কেউ জানে না?’

তিনি বলেন, ‘কিন্তু যেহেতু ক্ষমতায় আওয়ামী লীগ, আওয়ামী লীগকে সন্তুষ্ট করতেই, সরকারকে সন্তুষ্ট করতেই এ নাটক বানানো হয়েছে, সেজন্য ধমক দিয়ে, হুমকি দিয়ে গণমাধ্যমকে বাধ্য করছে এ নাটক প্রচারের জন্য।’

বিএনপির এ নেতা বলেন, ‘যারাই নাটক লিখেছে তাদের নাম কি আপনারা কেউ শুনেছেন? শোনেননি। তারাও দেখেছে- আওয়ামী লীগ করলে টাকা পাচার করা যায়। ছাত্রলীগের নেতা শামীম দুই হাজার কোটি টাকা পাচার করতে পারে, তারাও ভেবেছে আমরাও একটু দালালি করে দেখি দু-তিন কোটি টাকা উপার্জন করা যায় কিনা।’

‘তারা এ নাটক লিখেছে। কারণ এর পেছনে আছে টাকার লোভ, হালুয়া-রুটি লোভ, পোলাও-মাংসের লোভ। …এ নাটকটির সঙ্গে যারা জড়িত তারা সাংস্কৃতিক কাপুরুষ’ যোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘এই সরকার ডিক্টেটর নয়, নাৎসিবাদের পর্যায়ে চলে গেছে। ডিক্টেটরের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পরাজিত করা যায়। কিন্তু নাৎসিবাদকে পরাজিত করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যুদ্ধের প্রয়োজন হয়।’

আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মামুন আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকীর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিব-উন-নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com