বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদের নির্বাচনী প্রচারনা দ্বিতীয় দিন।

0

উপনির্বাচন ঢাকা ৫ আসনের ডেমরা,যাত্রাবাড়ী, 

৬১ নং ওয়ার্ডে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদের নির্বাচনী প্রচারনা দ্বিতীয় দিন।

আজ দ্বিতীয় দিনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ ধানের শীষের  প্রচারণায় ৬১নং ওয়ার্ড বিভিন্ন এলাকায় প্রচারণা করেন । তিনি এলাকার বিভিন্ন অলি-গলি এবং সাধারণ মানুষের কাছে ধানের শীষপ্রতীকের ভোট প্রার্থনা করেন …  

পরে তিনি স্থানীয় মসজিদে আছরের নামাজ আদায় করে এক সংক্ষিপ্ত বক্তিতায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েতিনি বলেন,‘আসুন হতাশ হবেন না, অনেকে  হতাশার কথা বলেন। হতাশ হওয়ার হওয়ার সুযোগ নেই। ধানের শীষে ভোট দিনতাহলে যেকোনো মূল্যে গণতন্ত্রকে উদ্ধার করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।  

বিগতদিনে অত্র এলাকার উন্নয়নে আমি সবসময় ছিলাম এখনো আমি আপনাদের পাশে আছি সবসময় … 

বিশাল এই জনসংযোগে জনাব সালাউদ্দিন আহমেদের সাথে ছিলে ৬১ নং ওয়ার্ড কাউন্সিলার জুম্মন চেয়ারম্যান , ঢাকামহানগর দক্ষিন বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ যাত্রাবাড়ী থানা বিএনপি ও  ছাত্রদল, যুবদল সহসকল সংগঠনের নেতৃবৃন্দ ।।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.