কুয়েতের আমির আল সাবাহ-এর ইন্তেকালে বাংলাদেশ লেবার পার্টির শোক
কুয়েতের আমির সাবাহ আল-আহমাদ আল-জাবের আল সাবাহ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।খবর আল জাজিরার।
কুয়েতের আমির সাবাহ আল-আহমাদ আল-জাবের আল সাবাহ-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহীআত্মার মাগফেরাত কামনা করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিবলায়ন ফারুক রহমান।
আজ (মঙ্গলবার) লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত সাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আল সাবাহইন্তেকালে কুয়েত একজন খোদাভীরু ন্যায় শাসককে হারিয়েছে আর বাংলাদেশ-সহ মুসলিম বিশ্ব একজন বিশ্বস্ত বিশ্বনেতাকেহারিয়েছে। তার কর্মকান্ড ও গৌরবোজ্জল ভুমিকা মুসলিম বিশ্ব স্মরন করবে। মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসাবেকবুল করুন। বিজ্ঞপ্তি