বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

0

সিলেটের এমসি কলেজে ধর্ষণের প্রতিবাদে বরিশালে জেলা ও মহানগর ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির একপর্যায়ে মিছিল দুটি পণ্ড হয়ে যায়।

সোমবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলসংলগ্ন জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে মহানগর ছাত্রদল।

এ সময় বক্তারা সিলেটের এমসি কলেজে ধর্ষণ এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীনকে ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ন কবির ও সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তসলিম প্রমুখ।

সমাবেশের পরই নেতাকর্মীরা ধর্ষকদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে মিছিলটি পণ্ড হয়ে যায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com