বিচারহীনতা ও রাজনৈতিক প্রতিহিংসা দেশকে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে

0

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘বিচারহীনতা ও রাজনৈতিক প্রতিহিংসা দেশকে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে।  ধর্ষণ, হত্যা, খুন, গুম, শিশু নির্যাতন সীমাহীন দুর্নীতি রোধে ব্যর্থ সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে।  

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সিলেট এমসি কলেজ ছাত্রলীগ নেতাদের গণধর্ষণ ঘটনার প্রতিবাদে ও অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহানগর ও জেলা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মহানগর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা অবিলম্বে ধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের গ্রেফতার ও বিচার দাবি করে বলেন, ‘যে ছাত্র সংগঠনের সাংগঠনিক প্রধান স্বয়ং প্রধানমন্ত্রী তিনি এর দায় এড়াতে পারেন না।  গত ১২ বছর তার সোনার ছেলেরা দেশব্যাপী হত্যা, গুম, সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজী, টেন্ডারবাজী, শিক্ষাঙ্গণ দখল, মাদক ব্যবসার মত জঘন্য অপরাধ করলেও সন্ত্রাসী সবসময় ধরা ছোয়ার বাহিরে থেকে গেছে। কোন সন্ত্রাসী ঘটনার বিচার না হওয়ায় তাদের ঘৃণিত কাজ বন্ধ হয়নি।

বক্তারা বলেন, ‘যে আওয়ামী লীগ পাপিয়া, সাবরিনা ও সম্রাটের জন্ম দিয়েছে, যে দেশে ছাত্রলীগ কর্মী ২ হাজার কোটি টাকা পাচার করে আর ড্রাইভাররা শত শত কোটি টাকার মালিক হয় তাদের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয়।  এই ব্যর্থ ও অযোগ্য সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে না পারলে দেশ ধ্বংস হবে।’

বক্তারা জনগনকে বর্তমান ভোট ডাকাতির সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠায় গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যোগ দেবার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা শেখ মোশাররফ হোসেন, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, রেহানা ঈসা, জুলকার নাইম, ইফতেখার জামান নবীন, মাসুম বিল্লাহ, রাজিবুল আলম বাপ্পী, তানভীরুল আলম। মানববন্ধন পরিচালনা করেন আল আমিন তালুকদার প্রিন্স এবং কোরআন তেলাওয়াত করেন কিমিয়া শাহাদাৎ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.