কৃষকদল নেতা আব্দুল মতিনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
জাতীয়তাবাদী কৃষক দল-ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী থানা শাখার সহ-সভাপতি মো. আব্দুল মতিন মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না….রাজেউন)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
আব্দুল মতিন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয়তাবাদী কৃষক দল-ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী থানা শাখার সহ-সভাপতি আব্দুল মতিনকে বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের একজন বলিষ্ঠ অনুসারী ছিলেন। একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি কৃষক দল যাত্রাবাড়ী থানা শাখাকে শক্তিশালী ও গতিশীল করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। তার মৃত্যুতে যাত্রাবাড়ী থানা জাতীয়তাবাদী কৃষক দলের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।
বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মির্জা ফখরুল ইসলাম।