গুলশানে অবৈধ বারে অভিযান, বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ

0

রাজধানীর গুলশানে একটি অবৈধ বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও সিসা জব্ধ করা হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই অভিযান চালায়। 

অভিযানের সময় নাহিদ সরোয়ার ও মনির নামের দুজনকে গ্রেফতার করা হয়। 

ডিএনসির ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মঞ্জুরুল ইসলাম বলেন, গুলশান-১ নম্বরের ৫৩ গুলশান এভিনিউ ভবনের নিচতলায় মেহেরুন সারা মনসুর নামের এক নারী হর্স অ্যান্ড হর্স নামে অবৈধ বারটি চালাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০৩ বোতল বিদেশি মদ, ৮১০ ক্যান বিয়ার এবং দুই কেজি সিসা উদ্ধার করা হয়। ভবনটির ৯ তলায় অবৈধ বারের গুদাম পাওয়া গেছে। 

গ্রেফতারকৃত দুজন ও পলাতক মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.