ভারতীয়দের মাথাপিছু ২০ ডলার দিতে হবে না পাকিস্তানকে

0

পাকিস্তানের ভেতরে অবস্থিত শিখ ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান দর্শনের জন্য ভারতীয়দের কাছ থেকে মাথাপিছু ২০ মার্কিন ডলার সার্ভিস চার্জ ছাড় দিল ইসলামাবাদ।  চুক্তি মেনে ভারতীয়দের কর্তারপুরে সফর নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করল পাকিস্তান। এছাড়া কর্তারপুরে দরবার সাহিব গুরুদ্বারগামী ভারতীয় তীর্থযাত্রীদের জন্য একাধিক ছাড় ঘোষণা করলেন পাাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার এক টুইটে ইমরান জানান, ভারত থেকে যে শিখরা কর্তারপুরে আসছেন, তাদের দু’টি জিনিসে ছাড় দিচ্ছি। তাদের পাসপোর্ট থাকার প্রয়োজন নেই। শুধু বৈধ পরিচয়পত্র থাকলেই চলবে। তাদের ১০ দিন আগে নাম নথিভুক্ত করারও দরকার নেই। উদ্বোধনের দিন ও গুরুজির ৫৫০তম জন্মবার্ষকীতে তাদের কোনও ফি-ও দিতে হবে না।এর আগে, প্রত্যেক তীর্থযাত্রীপিছু কুড়ি ডলার চার্জ করার সিদ্ধান্ত নিয়ে বিতর্কে পড়ে পাকিস্তান। সাধারণত সার্কভুক্ত দেশের নাগরিকরা এক অন্যের দেশে গেলে কোনও ভিসা ফি নেওয়া হয় না। কিন্তু সেখানে পাকিস্তান ভারতীয় নাগরিকদের এই ফি থেকে রেহাই দিতে রাজি হয়নি তখন। তবে, শুক্রবার ইমরানের টুইটে সেই সিদ্ধান্ত রদ করা হলো। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভারতীয়রা। সূত্র : গলফ নিউজ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com