আওয়ামী লীগ ত্রাণের বাটোয়ারা নিয়ে ব্যস্ত
বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন সাবু সরকারি দল আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেছেন, করোনায় সরকারি ত্রাণ লুট হচ্ছে। বিভিন্ন গোডাউনে ত্রাণের চাল মজুদ রাখা অবস্থায় পাওয়া যাচ্ছে। সরকারি দলের নেতা এবং কিছু জনপ্রতিনিধি সাধারণ মানুষকে বঞ্চিত করে তাদের আত্মীয়- স্বজনের মাঝে ত্রাণ বিতরণ করছে। করোনায় অসহায়দের পাশে না দাঁড়িয়ে দলীয় নেতা-কর্মীরা ভাগ-বাটোয়ারা করে ত্রাণ লুট করছে, ত্রাণের সঠিক বণ্টন হচ্ছে না। করোনার এ দুর্যোগে বিএনপি অসহায় মানুষের পাশে ছিল এবং থাকবে।