আহমদ শফীর মৃত্যুতে চট্টগ্রাম নগর বিএনপির শোক
উপমহাদেশের আলেমকুলের শিরোমণি, হাটহাজারী মাদ্রাসার প্রেন্সিপ্যাল, শায়খুল হাদীস, খেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আল্লামা শফী সাহেব একজন বিনয়ী ও সজ্জন মানুষ ছিলেন। তিনি ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বীনের আলো জানিয়েছেন। দেশের এ দুর্যোগকালে উনার মতো একজন আলেমে দ্বীনের বড় প্রয়োজন ছিল। তার মৃত্যুতে ইসলাম ও বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অপূরণীয় ক্ষতি। যা সহজে পূরণ হবার নয়।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার, তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক সমবেদনা জানান।