জনগনের ম্যান্ডেটবিহীন বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন দেশকে খুশী করেই চলেছে

0

ড. আসাদুজ্জামান রিপন:

জনগনের ম্যান্ডেটবিহীন বর্তমান সরকার জনগনের স্বার্থ, দেশের স্বার্থ বিবেচনায় না নিয়ে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যখন যাকে প্রয়োজন এমন বিভিন্ন দেশকে খুশী করেই চলেছে। বেশি দামে কেনা, কম দামে বিক্রি, ট্রানজিট ফি না নেয়া বা কম নেয়া, বিনা দরপত্রে উচ্চ মূল্যে কাজ দেয়ার মতো নীতি নিয়েই গত ১২ বছর চালিয়ে যাচ্ছে।আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, শত্রুতার নীতি বিশ্বাস করিনা বটে। তাই বলে নিজের দেশের স্বার্থ বিসর্জন দিয়ে মহান সাজা, কাউকে কৃতজ্ঞ রাখার নীতিতে তৃপ্ত বোধ করায় দেশেরতো ক্ষতি হয়। এবার দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের আবিষ্কৃত ভোলা গ্যাসক্ষেত্রের তিনটি কূপ খননের কাজ বিনা দরপত্রে রাশিয়ার গাজপ্রমকে দেওয়া হচ্ছে দ্বিগুণ দামে। প্রতিটি কূপ খননে গাজপ্রম পাবে ২১ দশমিক ১৯ মিলিয়ন ডলার (১৮০ কোটি টাকার বেশি)। দুটি অনুসন্ধান ও একটি উন্নয়ন কূপ খনন করবে এই কোম্পানি। তবে বাপেক্স খনন করলে প্রতিটি কূপে খরচ হতো গড়ে ১০ মিলিয়ন ডলার (প্রায় ৮০ কোটি টাকা)। গাজপ্রমকে এত বেশি দামে কাজ দেওয়ার কারণ কি? এবার রাশিয়াকে খুশি করতে যেয়ে ১০ মিলিয়ন ডলারের ক্ষতি হবেতো দেশের, একথা কি বলা যাবেনা? গ্যাস উত্তোলনের কাজে আমাদের রাস্ট্টীয় প্রতিস্ঠান বাপেক্স যথেষ্ট সক্ষম। ভোলায় তারাই গ্যাস আবিষ্কার করেছে এবং গ্যাস উত্তোলন করেছে। এখন বাপেক্সকে বসিয়ে রেখে রাশিয়ার গাজপ্রমকে অতিরিক্ত ১০ মিলিয়ন ডলার দেয়া হবে কেন? 

ফেসবুক থেকে

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com