মামলার হাজিরা দিতে এসে আদালতেই মৃত্যু যুবদল নেতার

0

ফরিদপুরে একটি মামলায় হাজিরা দিতে এসে আদালতেই মৃত্যু হয়েছে এক যুবদল নেতার। বুধবার দুপুরে ফরিদপুর আদালতে এ ঘটনা ঘটে।

নিহত যুবদল নেতার নাম জিহাদ আলী মুন্সি (৪৪)। তিনি নগরকান্দা উপজেলার চর যশোরহরদী ইউনিয়নের নিখুরহাটি গ্রামের সমেদ মুন্সির ছেলে। জিহাদ উপজেলা যুবদলের সদস্য এবং চর যশোরহরদি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ফরিদপুরের আইনজীবী সমিতির সদস্য ও জিহাদ আলীর নিযুক্ত আইনজীবী কে এম সরোয়ার জানান, স্থানীয় এলাকায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার বাসিন্দা নূরু মোল্লা জিহাদ আলীসহ ২৪ জনকে আসামি করে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলার ১৯ জন আসামি ইতোমধ্যে আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন। বুধবার জিহাদসহ বাকি পাঁচজন আদালতে আসেন আত্মসমর্পণের জন্য।

তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের হাকিম মো: হেলালউদ্দিনের এজলাসে এসেই অসুস্থ হয়ে পড়েন জিহাদ। পরে তার সহযোগীরা তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার সন্ধায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। জিহাদ আলীর মৃত্যুতে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com