অন্যায়ভাবে দলীয়কর্মীদের গ্রেফতারে জামায়াতের নিন্দা

0

অন্যায়ভাবে দলীয়কর্মীদের গ্রেফতারে জাময়াতের নিন্দা জানিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

গতকাল শনিবার গণমাধ্যমে দলের কেন্দ্রিয় প্রচার বিভাগের এম আলম একটি বিবৃতি প্রেরণ করেন।

বিবৃতিতে তিনি বলেন, রংপুরের পীরগঞ্জ থেকে ৩ জনকে গ্রেফতার ও ১৬৭ জনকে অন্যায় ও রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিথ্যা মামলা দায়ের করে। আজ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে পুলিশ আরো ৯ জনকে গ্রেফতার করে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীগণ অন্যায় ও নিষিদ্ধ কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নন। তারা দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা পালন করেন। জামায়াতে ইসলামীর গঠনমূলক কাজকে বাধাগ্রস্ত করতে নেতা-কর্মীদেরকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করছে ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে।

দেশে প্রতিনিয়ত ছিনতাই, ডাকাতি, ধর্ষণসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। প্রায় প্রতিদিনই মানুষ খুন হচ্ছে। অপরাধের সাথে সংশ্লিষ্টদের গ্রেফতার না করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাজ গঠনে যারা ভ‚মিকা রাখছেন, উল্টো তাদেরকেই গ্রেফতার করছে। এ যেনো ‘দুষ্টের লালন শিষ্টের দমন।’ জুলুম-নির্যাতন ও গ্রেফতার করে জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করা যাবে না।

আমরা জুলুম-নীপিড়ন বন্ধ করে অবিলম্বে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com