সরকার তাদের অপকর্মগুলোকে জাতীয় সংস্কৃতির অংশ করার উদ্দ্যোগ নিয়েছে: ফখরুল
বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার গুম, বিচারবহির্ভূত হ’ত্যা, অপহরণ, চাঁদাবাজি ও দখলবাজীকে জাতীয় সংস্কৃতির অংশ করতে সর্বপ্রকার উদ্যোগ গ্রহণ করেছে। ক্ষমতা দখলকারী আওয়ামী সরকার ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুত ও বিশুদ্ধ পানির অভাবে জনগণ দুর্বিষহ হয়ে পড়েছে। এসকল ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মা’মলায় কারাগারে পাঠানো হয়েছে। মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মা’মলায় আদালতে নামঞ্জুর সরকারের প্রাত্যহিক কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, এসকল কর্মকাণ্ড সফল করতে ইতোমধ্যে মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছে। এটি গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই ধারাবাহিকতা।
গতকাল এক বিবৃতিতে বিএনপি’র মহাসচিব এসব কথা বলেন।.
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসকল অপকর্ম ও অপশাসনের অবসান ঘটাতে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের হাতে ক্ষমতা ছেড়ে না দিলে অবৈধ শাসনের ক্ষমতার তাসের ঘর যেকোনো সময় ভেঙে পড়বে। এসময় তিনি বিএনপি নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মা’মলা প্রত্যাহারের দাবি জানান।