আ.লীগ নির্বাচন প্রক্রিয়াকে জাদুঘরে পাঠানোর জন্য সকল আয়োজন সম্পন্ন করছে: বিএনপি
নির্বাচন প্রক্রিয়াকে জাদুঘরে পাঠানোর জন্য সরকার সকল আয়োজন সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘১২ বছর নিরবিচ্ছিন্ন সংগ্রাম করছি গণতন্ত্র ফেরানোর জন্য। এক্ষেত্রে সর্বোচ্চ নেতা থেকে তৃণমূলের নেতা কারো ৫০ থেকে ২৫০-৩০০ মামলা নিয়ে এই সংগ্রামে অংশ নিচ্ছে। আমরা এসব উপনির্বাচনকে সংগ্রামের অংশ হিসেবে নিয়েছি।’
গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে এ কথা বলেন। এদিন সকাল ৯টা থেকে ধানের শীষ, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নিয়ে কর্ম-সমর্থকরা মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। পরে মনোনয়ন প্রত্যাশীরা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে মনোনয়নপত্র জমা দেন।
রিজভী বলেন, ‘মনোনয়নপত্র জমা দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। বক্তব্য শুধু এটাই, যে দুঃশাসন চলছে ভয়ংকর নাতসীবাহিনীর শাসনের মধ্যে গণতন্ত্র প্রসারণের জন্য যেখানে আমরা যতটুকু সুযোগ পাবো সেটা ব্যবহার করবো।’
তিনি বলেন, ‘সরকার তার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নানাকিছু করতে পারে। আমাদের বিশ্বাস ও আস্থার জায়গা হচ্ছে জনগণ। আমরা জনগণের শক্তির ওপর ভর করে এই উপনির্বাচনে অংশ গ্রহন করবো।’
বিএনপির এ সিনিয়র নেতা বলেন, যদি ক্ষমতাসীনরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ওপর অত্যাচার করে তাদের হয়ত সাময়িক লাভ হতে পারে। অবশেষ জনগণের শক্তিই চূড়ান্ত বিজয় হবে। সেই লক্ষ্যে আমরা এগুচ্ছি, ইনশাল্লাহ এসব উপনির্বাচনে বিএনপির বিজয়ী হবো।