বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

0

ঠাকুরগাঁওয়ের বেউরঝাড়ি সীমান্তের কাছে নাগর নদীতে মাছ ধরার সময় বৃহস্পতিবার দুপুরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত শরিফুল ইসলাম ওরফে খোটা মোহাম্মদ (৩০) বালিয়াডাঙ্গী উপজেলার ছোট চড়ুইগাতি গ্রামের আব্দুল হোসেনের ছেলে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম জানান, দুপুর পৌনে ১২টার দিকে বেউরঝাড়ি সীমান্ত পিলার বরাবর নাগর নদীতে ৪-৫ জন স্থানীয় জেলে মাছ ধরছিলেন। এক পর্যায়ে তারা ভারতের ৫০ গজ অভ্যন্তরে চলে যান। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার বড়বিল্লাহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেন। এতে ঘটনাস্থলেই শরিফুল মারা যান। পরে বিজিবি ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে পত্র পাঠানো হয়েছে বলে জানান এ বিবিজি কর্মকর্তা জানান। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com