বিউটিশিয়ানকে গণধর্ষণ, ওসি ও ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

0

ঢাকার কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার এক বিউটিশিয়ানকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার জজ কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারক তাবাসুম ইসলামের আদালতে মামলাটি করা হয়।

মামলার আসামিরা হলেন- শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদরঘাটের ইজারাদার ইকবাল হোসেন, তুহিন রেজা, পুলিশের সোর্স রাহাত, জিএম সারোয়ার, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (নিয়ন্ত্রণ) শাহদাত হোসেন, ওসি (তদান্ত) আশিকুর রহমান ও ওসি (ইনচার্জ) শাহ জামান।

মামলার বিবরণ অনুযায়ী, ২৬ জুলাই রাতে বিউটি পার্লার থেকে মীরেরবাগের বাসায় ফেরার পথে পুলিশের সোর্স রাহাত অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে অপহরণ করে। তাকে তিন দিন আটকে রেখে তিনিসহ ইকবাল, তুহিন ও সারোয়ার ধর্ষণ করেন।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নির্যাতিত নারী চারজনের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু আদালতে করা মামলার সাত আসামি গত সপ্তাহে ওই নারীকে অপহরণ করে রাজধানীর একটি বাড়িতে আটকে রেখে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করেন। সেখানেও দুই দিন বাদীকে আসামিরা ধর্ষণ করেন।

এ ঘটনায় বুধবার সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। আদালত মামলাটি জুডিশিয়াল তদন্তের আদেশ দিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com