বকেয়া বিদ্যুৎ বিল: মহিলা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

0

বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান রাখীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

বকেয়া বিল আদায়ে বগুড়া বিদ্যুৎ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) গোলাম কিবরিয়া ২৪ আগস্ট এই পরোয়ানা জারি করেন।

বিষয়টি সোমবার জানাজানি হয়। 

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৬ মার্চ বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ইসরাত জাহান রাখীর নামে ৪৯ হাজার ৬৭৪ টাকার বিদ্যুৎ বিলের বকেয়া পাওয়া যায়। পরে এ ব্যাপারে ইসরাত জাহান রাখীর নামে মামলা দায়ের হয়।  

ইসরাত জাহান রাখী শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের স্ত্রী। মামলা চলাকালে বকেয়া টাকা পরিশোধ না করায় ২৪ আগস্ট আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদি উজ জামান বলেন, এখন পর্যন্ত  গ্রেফতারি পরোয়ানা হাতে পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com