শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত করেছিলেন: তারেক রহমান

0

বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে.স্মরণ করে বলেন, স্বাধীনতার ঘোষক বাংলাদেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। বিএনপি গঠনের আগে আওয়ামী লীগসহ নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দলগুলোকে পুনরায় নিজ নিজ দলীয় পরিচয়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।

এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব ও ব্যক্তিত্ব বিএনপিকে পৌঁছে দিয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া দেশের প্রতিটি এলাকা প্রতিটি অঞ্চলে মানুষের হৃদয়ে। খালেদা জিয়া ‘মাদার অফ ডেমোক্র্যাসি’।

দলের প্রতিষ্ঠাকাল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত বিএনপির অসংখ্য নেতা কর্মী সমর্থক ইন্তেকাল করেছেন, বিভিন্ন সময়ে ক্ষমতাসীনদের নির্মমতার শিকার হয়ে প্রাণ দিয়েছেন, তাদের জন্য তিনি মহান আল্লাহর দরবারে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তারেক রহমান বলেন, সারাদেশে,দলের বিভিন্ন পর্যায়ের অনেক নেতাকর্মী সমর্থক শুধুমাত্র বিএনপি করার কারণে এই অবৈধ সরকার এবং তাদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়েছেন,বছরের পর বছর ধরে হামলা কিংবা মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন তিনি তাদের সবার প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান।

তিনি বলেন, ‘ আমি আবার একটি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিভিন্ন সময়ে যারা আত্মত্যাগ করেছেন নির্যাতন নিপীড়ণের শিকার হয়েছেন, জনগণের সমর্থনে আগামী দিনে বিএনপি আবারো রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে গণতন্ত্রের জন্য তাদের ত্যাগ ও অবদান অবশ্যই শ্রদ্ধার সঙ্গে মূল্যায়ন করা হবে’।

দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের উদ্দেশ্য .আমাদের শ্লোগান আমাদের লক্ষ্য হোক একটিই, দেশনেত্রীর সেই আহবান ‘দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’ । তাই দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে কারো আদেশের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই, সময় পরিস্থিতি বিবেচনা করে যার যার নিজ নিজ এলাকায় নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে গুম, খুন, অপহরণ-দুর্নীতি- অন্যায়-অবিচার-অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com