ছারা খাতুনের মৃত্যুতে জামায়াতের শোক

0

জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা শাখার মহিলা সদস্য (রুকন) ছারা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের আমীর ডা. শফিকুর রহমান। গতকাল রোববার দলের কেন্দ্রিয় প্রচার বিভাগের এম. আলম প্রেরিত বিবৃতির মাধ্যমে তিনি শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবাণীতে তিনি বলেন, ছারা খাতুনের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন দাঈ বোনকে হারালাম। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

এর আগে শনিবার সকালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিনি ২ ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। ওই দিন বাদ যোহর জানাযা শেষে তাকে গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.