বালাগঞ্জ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলায়: খশরুজ্জামান খসরু এর নিন্দা
সিলেটের বালাগঞ্জ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা (নং-১/৪০ তারিখ ০৪/০৯/২০২০ইং) দায়ের।
রাষ্ট্র কর্তৃক ঘোষিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস হিসাবে যথার্থভাবে পালন না করা এবং শোক দিবস কে তুচ্ছ তাচ্ছিল্য করা, বেগম খালেদা জিয়ার মিথ্যা তথ্য সম্বলিত জন্মদিনের শুভেচ্ছা জানানো, প্রধানমন্ত্রী, প্রয়াত রাষ্ট্রপতি, বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের নিয়ে কটূক্তি, কুরুচিপূর্ণ ছবি, অশালীন কথাবার্তা, কুরুচিপূর্ণ মন্তব্যসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
শুক্রবার বালাগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন
বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের নেতা ও ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শায়েস্থা মিয়া।
মামলার আসামীরা হলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আব্বায়ক কমিটির সদস্য এম মুজিবুর রহমান ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক আদিল আহমদ সহ কোনা মধুরাই গ্রামের মৃত জমির আলী পুত্র ইয়াছিন মিয়া(৩২), মৈশাশী গ্রামের মৃত আব্দুর রব’র পুত্র শাহীন আহমদ(৩০), নতুন সুনামপুর গ্রামের এলাইছ মিয়ার পুত্র আবুল কালাম(৩৫), কায়েস্তঘাট গ্রামের শফিকুল ইসলামের পুত্র হোসাইন আহমদ জাহিদ(৩২), মুসলিমাবাদ গ্রামের আব্দুর রুপের পুত্র সুলেমান বেগ(২৮), কলুমা গ্রামের উসমান আলীর পুত্র আনছার আলী(২৮), শংকর পুর গ্রামের আঙ্গুর মিয়ার পুত্র আদিল আহমদ রিমন(৩০), সুলতান পুর গ্রামের মৃত মতছিরের পুত্র ইমাম উদ্দিন(২৮), আলাপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র আমিনুর রহমান তুহেল(২৬), সুলতান পুর গ্রামের মুসলিম মিয়ার পুত্র নুরুল ইসলাম নিহাদ(২৪), নশিওয়র পুর গ্রামের আব্দুল খালিকের পুত্র ইমন এহসান(২৯), নশিওয়রপুর গ্রামের আব্দুল খালিক’র পুত্র শাহরিয়ার হুসাইন লিমন (২৪), আতাসন গ্রামের মছব্বির আলীর পুত্র মো শাহজাহান, আতাসন গ্রামের মখলিছ মিয়ার পুত্র আলীম আহমদ, আতাসন গ্রামের রফিক মিয়া পুত্র সোহেল আহমদ মামুন, সারসপুর ছালিক মিয়ার পুত্র শাহরিয়ার আহমদ খালেদ, হরিশ্যাম গ্রামের দুদু মিয়ার পুত্র জুনেদ আহমদ, হরিশ্যাম গ্রামের মৃত আব্দুল মান্নান’র পুত্র জাবুল আহমদ, হামছাপুর গ্রামের মৃত মাওলানা ছমির উদ্দিনের পুত্র আসাদুজজামান(আহমদুল হক) ৪৫, আতাসন গ্রামের মৃত লাল মিয়ার পুত্র নুরুল ইসলাম, হামছাপুর গ্রামের হাফেজ ফারুক মিয়ার পুত্র আতিক আহমদ(২৮), মুসলিমাবাদ গ্রামের মির্জা আখদদছ আলীর পুত্র মির্জা সুজন মিয়া(৩২) এবং অজ্ঞাত ২৫০-৩০০ শত ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে।
সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খশরুজ্জামান খসরু সাবেক সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি। এছাড়াও তিনি অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে নিরপরাধ নেতাকর্মীদের হয়রানী বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।