অনলাইন গণমাধ্যম নীতিমালা আরেকটি কালাকানুন : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০২০’ কণ্ঠরোধের আরেকটি কালাকানুন। তিনি বলেন, এ সরকারের নিপীড়নের যেন শেষ নেই। গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা গোরস্থানে। এত কিছু করেও সরকার আশ্বস্ত হতে পারছে না। মিথ্যা মামলায় সাংবাদিকদের প্রতিনিয়ত কারাগারে যেতে হচ্ছে। এর মধ্যে আবার নতুন করে গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য যুক্ত হলো ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা’। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
ছাত্রদল ঢাকা কলেজ শাখা সদ্য প্রয়াত ছাত্রনেতা আবদুল আউয়াল খান ও শফিউল বারী বাবুর স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর সভাপতিত্বে ও ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সজীবের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপি নেতা আসাদুল করিম শাহিন, আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, সাদরেজ জামান, যুবদলের কামাল আনোয়ার, জাকির হোসেন, গোলাম সারোয়ার শামীম, এস এইচ জাবেদ, চৌধুরী হাসান জামান মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।