খালেদা জিয়ার মুক্তির সঙ্গে দেশের গণতন্ত্রের মুক্তি ওতোপ্রতোভাবেই জড়িত: মওদুদ

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এই আপনারা যদি ভালোভাবে বিশ্লেষন করেন তাহলে দেখবেন যে, মঈনউদ্দিন-ফখরুদ্দিন সরকারের একই ধারাবাহিকতায় আজকে এই সরকার চলছে।

গতকাল বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দি দিবসে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন যেটা আমাদের করতে হবে বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ মুক্তি করতে হবে। অর্থাত উনার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি, উনার মুক্তির সঙ্গে দেশের গণতন্ত্রের মুক্তি একবারে ওতোপ্রতোভাবেই জড়িত হয়ে গেছে এখন।

নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ আহমেদ বলেন, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে একসঙ্গে একেবারে ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত কাজ করি, আমাদের নেত্রীর ব্যবস্থা করি, গণতন্ত্রের মুক্তির ব্যবস্থা করি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com