বাংলাদেশ ডিপ স্টেট দ্বারা পরিচালিত হচ্ছে: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ডিপ স্টেট দ্বারা পরিচালিত হচ্ছে। এটাকে সরকার বলা যায় না, এটাকে একটা আমরা শাসন বলতে পারি। এই শাসনের অধীনে যে ডিপ স্টেট অপারেট করছে বাংলাদেশে রাইট নাউ। ১/১১ থেকে শুরু করে সেই ডিপ স্টেট অব্যাহত আছে এখনো। বরঞ্চ এটা আরো ডিপার হয়েছে।
গতকাল বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি দিবসে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই ডিপ স্টেটের বিরুদ্ধে আমাদেরকে যদি জয়ী হতে হয়, আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হবে। ডিপ স্টেটের বিরুদ্ধে কিছু কাজ আছে- এদেরকে ইউ হেভ টু ব্ল্যাইম দেম এন্ড শেইম দেম এভরি ডে। তাদের কাজগুলো সারফেইসে নিয়ে আসতে হবে। প্রতিনিয়ত দেশের ভেতরে দেশের বাইরে তাদেরকে আমাদের পুরোপুরি এক্সপোজ করতে হবে।