ইসমাইল হোসেন বেঙ্গলের মৃত্যুতে অলির শোক
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে এক শোক বার্তায় অলি আহমদ বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে ইসমাইল হোসেন বেঙ্গলের অবদান অক্ষয় হয়ে থাকবে।
দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে তার অবদানকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
ইসমাইল হোসেন বেঙ্গল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর দেড়টার দিকে মারা যান।