প্রখ্যাত সাংবাদিক রাহাত খানের ইন্তেকালে বাংলাদেশ লেবার পার্টির শোক প্রকাশ

0

প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট রাহাত খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান।

গতকাল রাতে লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ একথা জানান।

নেতৃবৃন্দ বলেন, প্রবীন ও প্রখ্যাত সাংবাদিক, কলামিষ্ট ও কথাসাহিত্যিক রাহাত খান ছিলেন নানা প্রতিভার অধিকারী। তার ইন্তেকালে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক প্রখাত সাংবাদিককে হারালো। তার লেখনী যুবসমাজ ও নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে। আমরা মরহুম রাহাত খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকার্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

প্রেস বিজ্ঞপ্তী

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com