কবি নজরুলের ৪৪তম প্রয়াণ দিবসে ন্যাপের শ্রদ্ধা

0

আমাদের জাতীয় প্রেরণার উৎস কবি কাজী নজরুল ইসলাম বাঙালির শ্রেষ্ঠ সম্পদ। তিনি আমাদের রেনেসার অগ্রদূত ও ঐতিহ্যের রূপকার।

নজরুল না জন্মালে অবহেলিত, বঞ্চিত, শোষিত বাঙালির আত্মদর্শন সম্ভব হতো না। আর এ কারণেই কবি নজরুলকে আমাদের বড় প্রয়োজন। ’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আয়োজিত আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘কাজী নজরুল আমাদের জাতিসত্তার অন্যতম রূপকার, স্বাধীনতার পথিকৃত, সামনে চলার প্রেরণা। তার রচনা আমাদের পথ দেখায়, অনাচার-অত্যাচার, জুলুম-নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহী হওয়ার আহ্বান জানায়। ’

এম এ জলিল বলেন, ‘কাজী নজরুল ইসলাম স্বাধীনতা সাম্য মৈত্রীর বন্ধনে আবদ্ধ করে একটি জাতিসত্তার ভিত গড়েছিলেন। সেই ভিতের ওপর দাঁড়িয়ে আজ বাংলাদেশ, দেশের মানুষ, স্বাধীনতা ও কবি নজরুল এক এবং অবিভাজ্য। ’

মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, ‘বহমান স্রোতের প্রতিকূলে শক্ত অবস্থান নিয়ে আমৃত্যু টিকে থাকার দুঃসাহসী একজন লড়াকু মানুষের নামই হচ্ছে কাজী নজরুল ইসলাম। লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত একটি জাতি যখন স্বাধীনতা হারিয়ে আধমরা তখন নজরুল তাদের প্রাণে স্বাধীনতার স্বপ্নবীজ বপন করতে সক্ষম হন। ’

ন্যাপ মহাসচিবের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি এম.এ. জলিল, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, এনডিপি আবদুর রহিম জাহিদ, নারী সম্পাদক ডা. আসমা আক্তার মৌসুমী, দপ্তর সম্পাদক আর কে রিপন, মশিউর রহমান, ন্যাপ নেতা আবদুল্লাহ আল কাউছারী প্রমুখ।

এর আগে সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাপ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি, জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com