জাতিসংঘে একঘরে হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র: ইরান

0

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। এ ঘটনার পর এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বিশ্ব সংস্থায় যুক্তরাষ্ট্র আবারো একঘরে ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা এক চিঠিতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল সংক্রান্ত ‘স্ন্যাপব্যাক ম্যাকানিজম’ চালু করার দাবি জানিয়েছিলেন।

সে প্রসঙ্গ উল্লেখ করে জারিফ মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় লিখেছেন, “পম্পেওর আইন লঙ্ঘনকারী দাম্ভিকতা যুক্তরাষ্ট্রকে আরেকবার জনবিচ্ছিন্ন করেছে। যুক্তরাষ্ট্র শুক্রবার তার বেআইনি আবেদনের ব্যাপারে শুক্রবারের বৈঠকে আলোচনা অনুষ্ঠানের বিরোধিতা করলেও মঙ্গলবার এই পরিষদের বৈঠকে উপস্থিত সদস্যদেশগুলো মার্কিন আবেদনকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখন বলদর্পী আচরণ পরিহার করে চলার সময় এসে গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com