সম্রাটকে বিএসএমএমইউতে দুদকের জিজ্ঞাসাবাদ
ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে বিএসএমএমইউতে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকের উপ পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল এই জিজ্ঞাসাবাদ শুরু করে।
দুদকের মামলায় বলা হয়েছে, সম্রাট ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদের সুনির্দিষ্ট তথ্য দিলেও দেশের বাইরে নামে-বেনামে অন্তত ১ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। উত্তরা, ধানমণ্ডি, গুলশানসহ বিভিন্ন স্থানে নামে-বেনামে সম্পদ রয়েছে তার। এছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও আমেরিকায় রয়েছে সম্পদ। চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ মাদক ব্যবসাসহ নানা অবৈধ উপায়ে এসব সম্পদ গড়েছেন তিনি।