দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্রবধুর ইন্তেকালে ২০দলীয় জোটের শরীক লেবার পা‌র্টির শোক

0

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জ্যেষ্ঠ পুত্র মরহুম রাফিক বিন সাঈদীর স্ত্রী সাইয়েদা সুমাইয়া বুলবুল সাঈদী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ ভান্ডারিয়া কাউখালী জিয়ানগর আসনের ধানের শীষের সাবেক এমপি প্রার্থী ও লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

গতকাল সোমবার (২৪ আগস্ট) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তি‌নি ব‌লেন, মহান আল্লাহ তায়ালা মরহুমা সুমাইয়া বুলবুল‌কে জান্না‌তের মেহমান হিসা‌বে কবুল করুন। তিনি যে ২ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে গেলেন, দুআ করছি মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদের অভিভাবক হয়ে যান। শোকার্ত সন্তানসহ প‌রিবারবর্গকে ধৈর্য ধারন করার তৌ‌ফিক দান করুন। আমীন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com