পাটকল শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে আ.লীগ সরকার: বিএনপি
রাষ্ট্রায়াত্ত ২৫টি বন্ধ পাটকলের শ্রমিকদের বকেয়া পরিশোধ না করে সরকার তাদের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ এই যুগ্ম মহাসচিব এ কথা বলেন।
তিনি বলেন, “পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের কথা বলা হলেও তাদের প্রাপ্য টাকা এখনও দেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে নানা ধরনের আশ্বাস দেওয়া হলেও কোনোটাই পূরণ করা হয়নি। বরং শ্রমিকরা প্রতারিত হয়েছে বলে মনে করে, তাদের প্রতারিত করা হচ্ছে।
“বর্তমান গণবিরোধী সরকারের অত্যাচারের আরেকটি নমুনা সরকারি ২৫টা পাটকল বন্ধ করে দেওয়া। পাটকল শ্রমিকরা এখন রিকশা চালায়, নৌকা বাইছে। বর্তমান করোনার সময়ে তারা মানবেতর জীবন-যাপন করছে।”
রিজভী বলেন, আনাচার-অবিচারের উপর প্রতিষ্ঠিত সরকার কখনোই কৃষক-শ্রমিক মেহনতি মানুষের স্বার্থকে গুরুত্ব দেবে না। বরং তাদের রক্ত চুষে সমাজে সম্রাট, খালেদ, বরকত ও শামীম তৈরি করবে। পাচার হবে হাজার হাজার কোটি টাকা।