সাংবাদিক আব্দুস শহীদের ইন্তেকালে শিবিরের শোক
বিশিষ্ট সাংবাদিক জনাব আব্দুস শহীদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: সিরাজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবী বলেন, জনাব আব্দুস শহীদ করোনায় আক্রান্ত হয়ে গত ২৩ আগস্ট বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ছিলেন। তিনি আজীবন সত্য প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। সাংবাদিকদের অধিকার আদায়, জুলুম নির্যাতনের প্রতিবাদ, বাংলাদেশে স্বাধীন মত প্রকাশ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
আমরা তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করুন।
প্রেস বিজ্ঞপ্তি