সাংবাদিক ওয়াদুদুর রহমানের ইন্তেকালে জামায়াতের শোক
খুলনার বিশিষ্ট সাংবাদিক জনাব ওয়াদুদুর রহমান পান্নার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক জনাব ওয়াদুদুর রহমান পান্না ২২ আগস্ট খুলনা মহানগরের গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
শোকবাণীতে জনাব গোলাম পরওয়ার নিজের সাংবাদিকতার জীবনে এবং খুলনা প্রেস ক্লাবের সদস্য থাকাকালীন তার সাথে গড়ে ওঠা আন্তরিক বন্ধুত্বের স্মৃতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠানের সাথেও সম্পৃক্ত ছিলেন। সাংবাদিকদের অধিকার আদায় এবং সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে তার অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিন। তার সকল ভালো কাজগুলো কবুল করে তাকে জান্নাতবাসী করুন।