সাংবাদিক আব্দুস শহীদের ইন্তেকালে জামায়াতের শোক
সাংবাদিক আব্দুস শহীদের ইন্তিকালে শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম আলমের পাঠানো বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবানীতে তিনি বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আব্দুস শহীদ রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তিকাল করেন। বাংলাদেশে স্বাধীন মত প্রকাশ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি আজীবন সত্য প্রতিষ্ঠায় সংগ্রাম করে গিয়েছেন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তার গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতবাসী করুন।
আব্দুস শহীদের ইন্তিকালে অপর এক শোবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী মতিউর রহমান আকন্দ বলেন, আব্দুস শহীদের ইন্তিকালে জাতি একজন নিবেদিতপ্রাণ প্রথিতযশা সাংবাদিককে হারালো। তিনি দেশের সাংবাদিক অঙ্গণে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।