ভারতের অবৈধভাবে কাশ্মীর দখলের প্রতিবাদে কালোদিবস পালন
১৯৪৭ সালের ২৭ অক্টোবর অবৈধভাবে জম্মু ও কাশ্মীর দখল করে ভারত। ভারতের অবৈধভাবে কাশ্মীর দখলের বিরুদ্ধে বিশ্বজুড়ে পাকিস্তানি ও কাশ্মীরিরা রোববার কালোদিবস পালন করেছেন।
ভারতের ওই দখলদারিত্ব প্রত্যাখ্যান করে পাকিস্তান। এই বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে রোববার নিয়ন্ত্রণ রেখার উভয় পাশে এই কর্মসূচি পালিত হয়েছে। জম্মু ও কাশ্মীর অচল করে দিয়ে এই কালোদিবস পালিত হয়েছে।
এদিকে ইউরোপের বিভিন্ন শহরেও এই দিবসটি পালন করা হয়েছে। ব্রাসেলস, হেগ, ফ্রাংকফুর্ট ও বাসের্লোনাসহ বেশ কয়েকটি শহরে এই দিবস পালন করেছে পাকিস্তানি এ কাশ্মীরিরা।
এ ছাড়া জাপানে অবস্থানরত পাকিস্তানিরা এদিন টোকিও ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে।
প্রসঙ্গত গত ৫ আগস্ট সংবিধান থেকে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ধারাটি বিলোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। এর মাধ্যম জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল হয়ে যায়।
সূত্র : রেডিও পাকিস্তান